সরকারের কাছে ৪৫০ কোটি টাকা চায় বাফুফে

| সোমবার , ২৩ মে, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

দেশের ফুটবলের পুনর্জাগরণসহ শক্তিশালী জাতীয় দল গঠনের লক্ষ্যে বছরব্যাপী নানা প্রতিযোগিতা আয়োজন, প্রশিক্ষণ এবং ফুটবল ফেডারেশনের কাঠামো শক্ত করতে চাই বিপুল অংকের টাকা। এই টাকা সংকুলানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের কাছে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে।

যেখানে চাওয়া হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন পুরো দেশের ফুটবল উন্নয়নের লক্ষ্যে আমরা প্রজেক্টটি জমা দিয়েছি। যেখানে পাঁচ বছরের পরিকল্পনা করা হয়েছে। অর্থ পাওয়ার পর থেকেই পাঁচ বছর গণনা শুরু হবে।

বড় এই প্রকল্পটি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মধ্যে কয়ে দফা সভাও হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ।

তিনি বলেন একটা ডিপিপি’র (উন্নয়র প্রকল্প প্রস্তাব) আওতায় ফুটবল উন্নয়নের জন্য সরকারের কাছে এই অর্থ চাওয়া হয়েছে। যার মাধ্যমে আমাদের ফুটবলের প্রধান প্রধান ক্ষেত্রগুলো যেমন, পুরুষ জাতীয় ফুটবল দল, নারী জাতীয় ফুটবল দল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগগুলোকে আরো সুসংহত করার জন্য এই অর্থ ব্যবহার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটেস্টে ফিরলেন মোস্তাফিজ উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের নাম ঘোষণা
পরবর্তী নিবন্ধসিরিজ জয়ের ভালো সুযোগ দেখছেন মোমিনুল