সরকারের উন্নয়ন সফলতা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে

সাতকানিয়ায় সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ফোরামের সভায় আবু সুফিয়ান

| বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ ফোরাম সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল গত ২২ এপ্রিল কেরানীহাটস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের আহবায়ক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহবায়ক মো. আমির উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব মো. আলমগীরের যৌথ উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কার্যনিবার্হী সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, অ্যাডভোকেট আহমেদ সাইফুদ্দিন সিদ্দিকী, রকিবুল হক দিপু, মো. হুমায়ুন কবির চৌধুরী , মো. শওকত আলী। উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, এ কে এম মোরশেদ, কাউন্সিলর সাইফুল আলম সোহেল, এনামুল হক নিশাত, মুজিবুর রহমান পিন্টু, মো. শহীদুল ইসলাম, নাজিম উদ্দীন, একেএম আসাদ, ফরিদুল আলম, ম গোালাম ফেরদৌস রুবেল, ওছমান গনি, মো. নাছির উদ্দীন চৌধুরী, আবু হানিফ, মো. আজিজুল হক , মো. সাদেক হোসেন, রিয়াদুল আলম চৌধুরী, হারুন অর রশিদ খোকা, নাজিম উদ্দীন খোকন প্রমুখ। সভায় সাংবাদিক আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা জনমানুষের মাঝে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃণমূলের সকল সংগঠনকে এখন থেকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি ঠেলে যানজট মুক্ত করতে নামলেন বাঁশখালীর মেয়র
পরবর্তী নিবন্ধচিকিৎসা বিদ্যায় গবেষণার গুরুত্ব অশেষ