মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন বন্দর থানা ও বন্দর থানা অন্তর্গত ৩৬, ৩৭ ও ৩৮নং ওয়ার্ডের ত্রি–বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার নগরীর রি–পাবলিক ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদের সভাপতিত্বে ও আব্দুর রশিদ লোকমানের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন এম. এ লতিফ এমপি। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বন্দর থানা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ। সম্মেলনের উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
সম্মেলনে অতিথি ছিলেন জহুর আহম্মদ, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, হাজী মোহাম্মদ ইলিয়াছ, এম হাসান মুরাদ, হাজী মো. হাসান, মোহাম্মদ জানে আলম, কাউন্সিলর মো. আব্দুল মান্নান, এসকান্দর মিয়া, সাইফুল আলম চৌধুরী, কাউন্সিলর মো. মোর্শেদ আলী, এড. নোমান হোসেন তালুকদার। উপস্থিত ছিলেন এড. তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, মো. সাইফুদ্দিন, আবদল্লাহ আল মামুন, দেবাশীষ আচার্য্য ও তোসাদ্দেক নূর চৌধুরী তপু। সম্মেলনে এমপি লতিফ বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। জনসমর্থনও বাড়ানো দরকার। তাই সরকারের উন্নয়ন চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।