আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞের প্রচার, প্রসার এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে মোহরা এ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় উত্তর মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইউনিট আ. লীগের সভাপতি আজম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ আলম বিটুর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তৃণমূলের নেতা কর্মীদের কাজ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন।
আরও বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস. এম আনোয়ার মির্জা, নাজিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ ফারুক, হাসান মুরাদ চৌধুরী, নুরুল ইসলাম, অলিদ চৌধুরী, জমির উদ্দিন, সেকান্দর চৌধুরী, শেখ আহমেদ, খালেদ চৌধুরী, মো. সোলেমান, মো. বাদশা, আবুল কাসেম, মো. আলমগীর, শিবু মজুমদার, আনোয়ার শাহ, মো. নঈম, মো. আজাদ, মো. আবছার, যুবলীগ নেতা জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, কপিল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইছহাক, জাফর আহমেদ, মোহাম্মদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।