সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত একটি মহল ষড়যন্ত্র করছে : হুইপ

পটিয়া আদর্শ বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৭:২৩ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় হুইপ বলেন, বিএনপি সরকারের আমলে ১৭৫ বছর বয়সী প্রাচীন বিদ্যাপীঠকে সরকারিকরণ না করে আবদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে। এ কারণে পটিয়া স্কুল সরকারিকরণে বাধা রয়েছে। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধর্ষণ ইস্যুতে ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি।
হুইপ বলেন, পটিয়াতে ১২ বছরে সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। সম্প্রতি ২২টি খাল খননের জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পটিয়া উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ভবন দেওয়া হয়েছে। এই স্কুলের জন্য শেখ রাসেল কম্পিউটার ল্যাবও বরাদ্দ দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও মোহাম্মদ ফয়সাল, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা পরিষদের প্যানেল মেয়র দেবব্রত দাশ দেবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক মিজান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, আবদুল খালেক, আইয়ুব বাবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কাশেম, নুর আলম ছিদ্দিকী, কাউন্সিলর খোরশেদ গণি, অলক দাশ, নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব উদ্যানে প্রদীপ প্রজ্বলন
পরবর্তী নিবন্ধসুয়াবিলে নৌকার প্রার্থীর গণসংযোগ, সভা