সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে

ফিল্ড সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এমপি নদভী

| সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত ফিল্ড সুপারভাইজারদের দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম ব্যবস্থাপনা বিষয়ক পাঁচদিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।
সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরলস পরিশ্রম করতে হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেবার মনোভাব নিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারলে সরকারের উন্নয়নের সফলতা আসবে। সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানার সভাপতিত্বে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক নাজমা আকতারের পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের অধ্যক্ষ (সহকারী পরিচালক) কামরুল পাশা ভূইয়া। প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগের আওতাধীন ১১টি জেলায় ২৫টি কার্যালযের ফিল্ড সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন। আগামী ৭ অক্টোবর পাঁচদিনব্যাপী এই প্রশিক্ষণ সমাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তির মাধ্যমে বিতর্ক মানুষের বিবেক-বুদ্ধিকে শাণিত করে
পরবর্তী নিবন্ধ৫ দফা দাবিতে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের স্মারকলিপি