সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সংগঠনের সভাপতি মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে গত ২২ জুলাই ঢেমশা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। সাবেক ইউপি চেয়ারম্যান মো. রিদুয়ানের পরিচালনা এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সভাপতি মাস্টার ফরিদুল আলম, দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক, মো. জসীম উদ্দিন, মো. শাহাজাহান, সাইদুর রহমান দুলাল, আসাদুজ্জামান জনি, আবুল কালাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তার কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিশ্ব মহামারি করোনাসহ নানাবিধ সমস্যা অত্যন্ত সফলতার সাথে মোকাবেলা করে দেশের অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড বেড়েছে। দেশের উৎপাদন সক্ষমতা বেড়েছে, মানুষের আয় বেড়েছে। পদ্মাসেতুর মত বিশ্বের দীর্ঘতম সেতু নিজেদের টাকায় তৈরি সম্পন্ন হয়েছে৷ ইতিমধ্যে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ হয়েছে এ সরকারের আমলে। তিনি বলেন গ্রামের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জা, স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠানের উন্নয়নসহ সামগ্রিক উন্নয়ন সাধন করে চলেছে সরকার। প্রধানমন্ত্রী অগ্রিম পদক্ষেপ হিসেবে জ্বালানি সাশ্রয়ের নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানান। তিনি বলেন নতুন নেতৃত্ব সৃষ্টি ও সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে সম্মেলনের বিকল্প নেই। তিনি সকলকে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।