সরকারের উন্নয়নের চিত্র মানুষকে জানাতে হবে

পটিয়ায় উঠান বৈঠকে যুবলীগ নেতা বদিউল আলম

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন গ্রামগঞ্জের প্রতিটি মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নের চিত্র মানুষকে জানাতে হবে। তিনি গত শুক্রবার উপজেলার কোলাগাঁও ইউনিয়নে স্থানীয় জনগণকে নিয়ে আয়োজিত উঠান বৈঠকে এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও আবু ছৈয়দ লালুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা শাহজাহান চৌধুরী,সাইফুল ইসলাম, মো. শাহজাহান, সিদ্ধার্থ বড়ুয়া, সাইফুল ইসলাম জুয়েল, আবদুর শুক্কুর, আবদুল আল মণি, আবদুল হান্নান, সাজ্জাদ হোসাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ (রা.) হলেন শরীয়ত ও ত্বরিকতের মহান দিকপাল
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ থেকে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেয়া হবে : এমপি মিতা