সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : এমপি ছালাম

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

স্বাধীনতা বিরোধী জামায়াতবিএনপি অপশক্তি সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা চালিয়ে অরাজকতাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড কিছুতেই ব্যাহত হতে দেওয়া যাবে না।

গতকাল বুধবার বোয়ালখালী উপজেলা পরিষদের স্বাধীনতা হল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম একথা বলেন।

তিনি বলেন, শান্তিময় বোয়ালখালীকে যারা অশান্ত কারার চেষ্টা করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। সন্ত্রাসনাশকতা চালিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা সন্ত্রাস ও নাশকতা দমনে আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভাপতি হিমাদ্রি খীসার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল হক, সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা কমান্ডার এম এ বশর, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মো. সহিদুল হক, প্রফেসর ড. পার্থ প্রতীম ধর, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান কাজল দে, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, ইউপি চেয়ারম্যান শফিউল আলম শেফু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, ইউপি চেয়ারম্যান সামশুল আলম, ইউপি চেয়াম্যান (ভারপ্রাপ্ত) হোসনে আরা, উপজেলা শিক্ষা অফিসার সালমা ইসলাম, মো. আবু ঈছা, মাদ্রাসা প্রতিনিধি শোয়াইব রেজা, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু, শ্যামল বিশ্বাস, মসজিদ ও মন্দির এর প্রতিনিধিগণ, স্কুল ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয়, এটা বিস্ময়ের
পরবর্তী নিবন্ধসকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মৎস্যখাত এগিয়ে যাবে