বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসা ও মাবুদিয়া দরবার শরীফ কমপ্লেক্সে নির্মিত মসজিদে গাউছিয়ার দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার পর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষ সুখে থাকলে দুঃখের কথা ভুলে যায়। তাই উন্নয়নের কথা জনগণের কাছে গিয়ে বলতে হবে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেসব কর্মসূচি নিয়েছেন, সেগুলো মানুষের কাছে তুলে ধরবেন।
মো. আবদুর রহমান ও মেহেরাজ খাতুন ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদের দ্বিতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল করিম আলকাদেরী, উপজেলা ভাইস–চেয়ারম্যান এসএম সেলিম, চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন, মাদ্রাসার অভিভাবক সদস্য জাফর আহমদ সওদাগর, দাতা সদস্য সিরাজ উদ দৌলা সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।