সরকারের ‘আশীর্বাদপুষ্টদের’ জন্যই এ বাজেট : ফখরুল

| রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

প্রস্তাবিত বাজেটকে ‘বাস্তবতা বর্জিত’ মন্তব্য করে বিএনপির অভিযোগ, এটা সাধারণ মানুষের বাজেট নয়, শুধু সরকারের আশীর্বাদপুষ্টদের জন্যই এটি করা হয়েছে। গতকাল শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এমন প্রতিক্রিয়া দেন। খবর বিডিনিউজের।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে আগামী ২০২২২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এর দুদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নিয়ে এল বিএনপি।

মির্জা ফখরুল বলেন, এই বাজেট কোনো অর্থেই সাধারণ মানুষের বাজেট নয়। এটা স্রেফ ডলার পাচারকারী ও অর্থ লুটেরাদের বাজেট। এবারের বাজেট বর্তমান কঠিন সময়ের প্রেক্ষিতে সম্পূর্ণ বাস্তবতা বর্জিত একটি বাজেট, এটি কেবলমাত্র সরকারের আশীর্বাদপুষ্টদের জন্যই করা হয়েছে।

এর ব্যাখ্যায় তিনি বলেন, পাচারকারীদের অর্থকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা কিংবা বিদেশে ভোগ করার বৈধ্যতার জন্যই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। আরও পরিষ্কার অর্থে বললে সরকারের লুটেরা মন্ত্রী, সংসদ সদস্য ও সুবিধাভোগী ব্যবসায়ী স্বজনদের অর্থপাচার করার সুযোগ করে দিতেই এটা করা হয়েছে। অথচ সাধারণ মানুষের নিত্য ব্যবহৃত চাল, ডাল, লবণ, চিনি, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য হ্রাসের কোনো কাযর্করী কৌশল না নিয়েই শুধুমাত্র নিজেদের বিত্ত বৈভব বৃদ্ধির লক্ষ্যে এই বাজেট প্রণীত হয়েছে।

পাচার করা অর্থ’ দেশে ফেরাতে ‘কর ছাড়ের’ প্রস্তাবকে আইনের পরিপন্থি অভিহিত করে তিনি বলেন, এ প্রস্তাব কেবল অনৈতিক নয়, এটা রীতিমত আইনের সাথে সাংঘর্ষিক এবং দুর্নীতি ও অর্থপাচারকে ক্ষমা ঘোষণার শামিল। এতে বর্তমানে চলমান অর্থপাচারের মামলাগুলোর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে। অর্থ পাচারকারীরা আরও উৎসাহিত হবে, টাকা আরও পাচার হওয়ার প্রবণতা তৈরি হবে। এটা অন্যায়, অপরিনামদর্শী ও আত্মঘাতী পদক্ষেপ। তিনি বাজেটে এ ঘোষণার ‘তীব্র নিন্দা’ জানিয়ে তা বাতিলের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধনীল লেজের সুইচোরা
পরবর্তী নিবন্ধবিভিন্ন সময়ে টাকা পাচার হয়েছে, ফেরত আনতে সুযোগ দিয়েছে সরকার : কাদের