সরকারের অন্যায় আদেশ পালনে রাষ্ট্রের কর্মী বাধ্য নন : তাজুল ইসলাম

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

সরকার কোনো অন্যায় আদেশ পালন করতে বললে রাষ্ট্রের কোনো কর্মকর্তাকর্মচারী তা মানতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় আট পুলিশ সদস্যের সাজার রায় ঘোষণার পর গতকাল সোমবার দুপুরে তিনি এ প্রতিক্রিয়া জানান। খবর বিডিনিউজের।

এক সাংবাদিক জানতে চান, পুলিশকে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হয়। অনেকের আপত্তিও আছে যে, তারা আসলে কী করবে। এই সাজা পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে কী বার্তা দেয়? জবাবে তাজুল ইসলাম বলেন, এই মেসেজটা হচ্ছে সবার জন্য। সরকারের কোনো অন্যায় আদেশ পালন করতে রাষ্ট্রের কোনো কর্মকর্তাকর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তাকর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অবলাইড নন যে আপনি সেটা করবেন। কারণ আপনার প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে আদালতের কাঠগড়ায়।

তিনি বলেন, যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের যত সম্পদ আছে, সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই বাজেয়াপ্তকৃত সম্পত্তি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনাপর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

পর্যবেক্ষণে কী কী বিষয় উঠে এসেছে, এ প্রশ্নের উত্তরে প্রধান কৌঁসুলি তাজুল বলেন, পর্যবেক্ষণে অনেকগুলো বিষয় উঠে এসেছে। আদালত পর্যবেক্ষণ বলেছেন যে, সবচেয়ে যারা বেশি অ্যাট্রোশাস (ভয়ংকর) কাজ করেছে, যারা কমান্ড দিয়েছে, অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়ে ছিল, তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল, কিন্তু সবাইকে মামলায় জড়ানো হয়নি। যারা সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, তাদের বিরুদ্ধেই ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএরশাদ উল্লাহর নির্বাচনি সভায় ‘ককটেল হামলা’
পরবর্তী নিবন্ধসাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড