সরকারী কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী কমিটির এক সভা ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় দৈনিক আজাদী মিলনায়তনে সমিতির সহ সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনায় ছিলেন সম্পাদক তৈয়বুর রহমান। সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
অক্টোবর মাসে সরকারী কমার্স কলেজে ছাত্রদের মাঝে মেধাবৃত্তির সিদ্ধান্ত। উক্ত মেধা বৃত্তি কর্মসূচি উৎসর্গ করা হবে সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি মরহুম লায়ন এম. শামশুল হকের নামে । নামকরণ হবে ‘এম শামশুল হক মেধা বৃত্তি’। উক্ত কর্মসূচিকে সফল করার জন্য ২১ সেপ্টেম্বর (আজ) আন্দরকিল্লাস্থ “এড প্রেস” কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। মেধাবৃত্তি কর্মসূচিতে কার্যকরি কমিটির এবং জীবন সদস্যদের মধ্যে যারা অনুদান দিতে আগ্রহী তাহারা বিকাশ নং ০১৮১৯১০২১২২, নাম – সৈয়দ মোহাম্মদ খালেদ। এছাড়া সমিতির সভায় সহ সভাপতির শূন্য পদে নির্বাচিত হন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাসেম, প্রস্তাবক ছিলেন হাসান মুরাদ বিপ্লব, সমর্থন করেন আ. ন. ম. ওয়াহিদ দুলাল। উপস্থিত সদস্যবৃন্দ করতালি দিয়ে নির্বাচিত সহ সভাপতিকে বরণ করে নেন। প্রেস বিজ্ঞপ্তি।












