সরকারি সিটি কলেজে তরুণ উদ্যোক্তাদের আইডিয়া শেয়ারিং প্রোগ্রাম

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপনের ধারাবাহিক অনুষ্ঠানমালার মধ্যে তরুণদের উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গতকাল বুধবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আইডিয়া শেয়ারিং প্রোগ্রাম’ বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শতাধিক তরুণ উদ্যোক্তা এতে অংশ নেন। অতিথিদের সামনে তারা তাদের ব্যবসায়িক উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন। প্রফেসর মোহাম্মদ মাসুম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, শিক্ষক পরিষদ সম্পাদক কাজী মাহাতাব উদ্দিন এবং শিক্ষক ক্লাব সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন রায়হানুল ফেরদৌস, নূরজাহান রোজী এবং ড. মুহাম্মদ কামালউদ্দিন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তরুণ উদ্যোক্তাদের নানা সৃজনশীল উদ্যোগের অভিজ্ঞতা শুনে মুগ্ধতা প্রকাশ করেন। তাঁরা তাঁদের বক্তব্যে, তরুণ শিক্ষার্থীদেরকে প্রথাগত মজুরি ভিত্তিক কর্মসংস্থানের পরিবর্তে আত্মকর্মসংস্থান গড়ে তোলার উপর জোর দেন। আগ্রাসী মুনাফা না করে পরিবেশবান্ধব, মানবিক ব্যবসায়ী হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএএফ শাহীন কলেজ দিবস উদযাপিত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ