সরকারি সিটি কলেজে ক্যান্টিন চাই

| সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম বিদ্যাপীঠ সরকারি সিটি কলেজ সবারই পরিচিত মুখ। দুই শিফট মিলে কয়েক হাজার শিক্ষার্থীর পড়াশোনা এই বিদ্যাপীঠে। বিদ্যাপীঠে শিক্ষার্থীদের আনাগোনা বেশি হলেও নেই কোনো স্বাস্থ্যসম্মত ক্যান্টিন। যার ফলে ৯৫% এর বেশি শিক্ষার্থী, শিক্ষকশিক্ষিকা, কর্মচারীবৃন্দ ধাবিত হয় রাস্তার ধারে ফুটপাতের টংয়ের দোকানে। খোলা চাপাতা কিংবা ভেজাল চাপাতার চা, খোলামেলা আলুর চপ, ছোলা, সিঙ্গারা, চমুচা, পিঁয়াজু হয়ে উঠে নিত্যদিনের খাবার তালিকা। ড্রেনের মাছি বসা, ধুলোবালি পড়া বেলপুরি, চটপটি, ফুচকা তো আছেই খোলামেলায়, যার লাইনের হিড়িক পড়ে যায়। আরও আছে কস্টিক সোডা মেশানো দুধ, অস্বাস্থ্যকর শরবত, অপরিষ্কার পানিতে চায়ের কাপ ধোয়া, মৃত মুরগী মাংসের বার্গার, স্যান্ডউইজ, রুল, ৪০ টাকার বিরিয়ানী ইত্যাদি। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। যা অনেক সময় ভয়ংকর রূপ ধারণ করতে পারে শরীরের জন্য। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা ভোগছে স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে। এতে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে রীতিমতো। নিয়মিত নিজেকে বঞ্চিত করে নিচ্ছে প্রতিদিনের ক্লাস থেকে। কলেজ কর্তৃপক্ষের তদারকি থাকলেও মিলছে না কোনো সুফল। নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। এ বিষয়ে নজর দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি কলেজ প্রশাসন বা কর্তৃপক্ষের কাছে।

মুহিবুল হাসান রাফি

শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধপ্রণয় কান্তি : সত্য-সুন্দরের প্রত্যাশী কবি
পরবর্তী নিবন্ধআজাদীর ভালোবাসা