বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম বিদ্যাপীঠ সরকারি সিটি কলেজ সবারই পরিচিত মুখ। দুই শিফট মিলে কয়েক হাজার শিক্ষার্থীর পড়াশোনা এই বিদ্যাপীঠে। পাশাপাশি কয়েক হাজারের পথচারী ও শ্রমিক চলাচল কিংবা কর্মক্ষেত্রের জন্য ওই মোড় ব্যবহার করে। ওভারটেকিং করা, সিগন্যাল মেনে না চলা, উল্টো পথে গাড়ি চালানো, অতিরিক্ত স্পিডে ভারীযান চলাচল যেন নিত্যদিনের ঘটনা। মোড়ের পাশেই কলেজ অথচ সিগন্যাল না মেনে বেপরোয়া গতিতে চলাচল করছে গাড়ি। তেমনি অসদুপায় অবলম্বন করে রীতিমতো রাস্তা পারাপার হয় পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবীরা। ট্রাফিক পুলিশের সিগন্যাল কার্যক্রম থাকলেও নেই কার্যকরী বাস্তবায়ন। ফলে প্রায়শই ঘটে থাকে ছোটোখাটো দুর্ঘটনা। বড় দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রাফিক পুলিশের সিগন্যাল জোরদার একান্ত প্রয়োজন। তেমনি পথচারী, শিক্ষার্থী, কর্মজীবীদের সচেতন হয়ে রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম
সরকারি সিটি কলেজ।











