সরকারি সম্পত্তি আত্মসাতে জাল দলিল একজন গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

মীসরাইয়ে সরকারি সম্পত্তি আত্মসাতের জন্য জাল বন্দোবস্ত মামলা ও বন্দোবস্ত দলিল সৃজনের দায়ে খায়েজ আহম্মদ ( ৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান অভিযুক্ত মো. খায়েজ আহাম্মদ ( ৫৬), পিতামৃত এয়াকুব আলী, সাংমধ্যম সোনাপাহাড়, থানাজোরারগঞ্জ, উপজেলা মীরসরাই, জেলাচট্টগ্রাম। সোনাপাহাড় মৌজার ১নং খতিয়ানভুক্ত ৬.৭৮ একর জমির বন্দোবস্ত মূলে (ভূয়া) নামজারির জন্য আবেদন করেছিলেন। যার প্রতি শতক জমির মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা। উক্ত মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। শুনানির সময় অন্য একটি বন্দোবস্তির নথি জালিয়াতি করে ভূয়া জাল দলিল উপস্থাপনের প্রমাণ মিললে অভিযুক্ত খায়েজ আহমদকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নির্দেশে এসি ল্যান্ড প্রশান্ত চক্রবর্তী জালিয়াতির মামলা এন্ট্রি করে জেল হাজতে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিসিসি চট্টগ্রাম অঞ্চলের প্রোগ্রামিং প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধদুই হোটেল ও দাঁতের ভুয়া চিকিৎসককে জরিমানা