সরকারি সন্দেহে ৩০৩ বস্তা চাল জব্দ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৪০ পূর্বাহ্ণ

সরকারি চাল সন্দেহে ৩০৩ বস্তা চাল জব্দ করেছে বাকলিয়া থানা পুলিশ। গত রাতে চাক্তাই আইডিয়াল স্কুল গলিতে একটি ট্রাক থেকে এ চালগুলো জব্দ করা হয়।

গত রাত পৌনে ১টায় এ রিপোর্ট লেখার সময় চালগুলো সরকারি কিনা তা যাচাই বাছাই চলছে বলে দৈনিক আজাদীকে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম। তিনি বলেন, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩০৩ বস্তা চাল জব্দ করি। প্রাথমিকভাবে সন্দেহ করছি এগুলো সরকারি চাল।

যাদের চাল তারা দাবি করছে কোটেশনের মাধ্যমে চালগুলো কিনেছে। তবে এটা কতটা সঠিক তা আমরা যাচাই বাছাই করছি। চালের মালিক কাগজপত্র নিয়ে থানায় এসেছে। আমরা কাগজপত্র যাচাই করছি। এখানে কোনো অনিময় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নদী খননের বালু থেকে কৃষি জমি রক্ষার দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে ৫৮ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়