সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া

রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের উদ্যোগ

| বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের উদ্যোগে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অনুষ্ঠিত হয়। মহড়া শেষে ড্যানিশ রেড ক্রসের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা কীট, স্ট্রেচার, ফায়ার এঙটিনগুইসার দেওয়া হয়। ডিআরআর প্রজেক্ট অফিসার গাজী মোহাম্মদ ইফতেখার হোসেন ইমুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদ্দুজ্জমান। উপস্থিত ছিলেন সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বার, ড্যানিশ রেডক্রসের সিনিয়র অফিসার এসএমএম জুবায়ের আলম, বিদ্যালয়ের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধএলআইইউপিসি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা