সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের সেমিনার

| শুক্রবার , ২৫ আগস্ট, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ক্লাবের উদ্যোগে গত ২৩ আগস্ট কলেজ অডিটোরিয়ামে ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচক ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইশরাত জাহান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক আরাফাত আরা। ‘ডেঙ্গু জনস্বাস্থ্যের বর্তমান আতংক ও প্লাস্টিক বর্জ্য মোকাবেলা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় বিভিন্ন সচেতনতামূলক ভিডিও, দিক নির্দেশনা এবং তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। বিজ্ঞান ক্লাবের আহ্বায়ক আরাফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মহাশ্বেতা রায়, শিক্ষক পরিষদ সম্পাদক নিরুপম মল্লিক।সেমিনারে উপস্থাপিত বিষয়ের উপর একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ কৃতী লেখক
পরবর্তী নিবন্ধসরকার পতন আন্দোলনে এখন যুক্ত হয়েছে সাধারণ মানুষ