সরকারি-বেসরকারি স্কুল ভর্তিতে অনলাইনে আবেদন শুরু

নগরীর দশ সরকারি স্কুলে শ্রেণিভিত্তিক শূন্য আসন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি স্কুল ভর্তিতে অনলাইনে আবেদন গতকাল (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। বেলা ১১টা থেকে স্কুল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (http://www.gsa.teletalk.com.bd/) -এ গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারছে ভর্তিচ্ছুরা। আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। আবেদন গ্রহণ শেষে সরকারি স্কুলে ভর্তির লটারি ১০ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। অনলাইনে লটারির মাধ্যমেই ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। গত দুবছরের ধারাবাহিকতায় শিক্ষার্থী ভর্তিতে এবারও কোন পরীক্ষা
নেয়া যাবে না।
আবেদন ফি : এবারও আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেবল টেলিটকের মাধ্যমে অনলাইনে এ ফি দেয়া যাবে।
সর্বোচ্চ আবেদন : মাউশির নির্দেশনা অনুযায়ী একজন শিক্ষার্র্থী সর্বোচ্চ ৫টি পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পাবে। তবে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের একটি শ্রেণীর দুটি শিফটে (মর্নিং ও ডে শিফট) আবেদন করলে সেক্ষেত্রে দুটি পছন্দক্রম বিবেচনা করা হবে। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তিতে আলাদা ভাবে আবেদন করতে হবে। সরকারি-বেসরকারি উভয় স্কুলের ক্ষেত্রেই আবেদন ফি ও পছন্দক্রম একই। অর্থাৎ সরকারি স্কুলে ভর্তিতে এক আবেদনে সর্বোচ্চ ৫টি পছন্দক্রম এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রেও সর্বোচ্চ ৫টি পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। আর উভয় ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ১১০ টাকা করে।
সরকারি স্কুলে আসন সংখ্যা : এতদিন চট্টগ্রাম মহানগরে সরকারি স্কুলের সংখ্যা ৯টি থাকলেও ২০২০ সাল থেকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজও এ তালিকায় যুক্ত হয়েছে। সে সুবাদে নগরীতে সরকারি স্কুলের সংখ্যা এখন দশটি। সরকারি স্কুলগুলোর মধ্যে রয়েছে কলজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি সিটি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
দশটি সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণীতে মোট ৩ হাজার ৯১৮টি (প্রায় ৪ হাজার) শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এবার। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু রায়হান দোলন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্কুলগুলোর ৫ম শ্রেণীতে ২ হাজার ৭৬, ৬ষ্ঠ শ্রেণীতে ৮০৩, ৭ম শ্রেণীতে ১৪৫, অষ্টমে ১৬৯ এবং নবম শ্রেণীতে ৭২৫ টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
স্কুলগুলোর শ্রেণীভিত্তিক শূন্য আসনের তথ্য (২০২৩ সালের) : জেলাপ্রশাসনের তথ্য অনুযায়ী- স্কুলগুলোর মধ্যে কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণীতে ৩১৪, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে ৪০ জন করে এবং নবম শ্রেণীর বিজ্ঞান শাখায় ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ডা. খাস্তীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেবল পঞ্চম ও ৯ম শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হবে। স্কুলটির ৫ম শ্রেণীতে ৩১৬ জন এবং ৯ম শ্রেণীর বিজ্ঞান শাখায় ১৫৯ জন ছাত্রী ভর্তির সুযোগ পাবে। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে ১৫৯ জন, ৬ষ্ঠ শ্রেণীতে ১৬০ জন এবং নবম শ্রেণীর বিজ্ঞান শাখায় ১৬০ জন ছাত্র ভর্তি করা হবে। নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পঞ্চম (১৫৬), ষষ্ঠ (১৫৬), অস্টম (৪০) ও নবম শ্রেণীতে (বিজ্ঞান) ১২০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ৩১৭, ৬ষ্ঠ শ্রেণীতে ২০ এবং ৭ম শ্রেণীতে ১০টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম (১৫৫), ষষ্ঠ (১৬০) ও নবম শ্রেণীর বিজ্ঞান শাখায় ২০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট ১৫৯ (বালক ৭৯, বালিকা ৮০), ৬ষ্ঠ শ্রেণীতে মোট ১৬০ (বালক ৮০, বালিকা ৮০), ৭ম শ্রেণীতে ৫০ জন (বালক-২০, বালিকা ৩০), অস্টম শ্রেণীতে মোট ৩০ (বালক ১৫, বালিকা ১৫) এবং নবম শ্রেণীতে মোট ১০০ জন (বালক-৫০, বালিকা ৫০) শিক্ষার্থী ভর্তি করা হবে। স্কুলটির নবম শ্রেণীর ১০০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় মোট ২০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮০ জন ভর্তির সুযোগ পাবে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও নবম শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হবে। স্কুলটির এই পাঁচ শ্রেণীতে আসন সংখ্যা যথাক্রমে পঞ্চমে ৩১৮, ৬ষ্ঠ শ্রেণীতে ৮০, ৭ম শ্রেণীতে ৪০, ৮ম শ্রেণীতে ৫০ এবং নবম শ্রেণীর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ২৫ জন করে মোট ৫০ জন ছাত্রী ভর্তির সুযোগ পাবে।
হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম (১৫৯), ষষ্ঠ (২০) ও নবম শ্রেণীর বিজ্ঞান শাখায় (২০) জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীতে ২৩ জন, ৬ষ্ঠ শ্রেণীতে ৭ জন, ৭ম শ্রেণীতে ৫ জন, ৮ম শ্রেণীতে ৯ জন এবং নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখায় ১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে এবার। প্রতিষ্ঠানটির সব শ্রেণীতেই দিবা শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে। সবমিলিয়ে দশটি সরকারি স্কুলের ৫ম থেকে ৯ম শ্রেণীতে এবার মোট শূন্য আসন সংখ্যা ৩ হাজার ৯১৮টি। অর্থাৎ সরকারি এই দশ স্কুলের প্রায় ৪ হাজার শূন্য আসনে ভর্তির জন্য ভাগ্যের লড়াইয়ে অবতীর্ণ হবে ভর্তিচ্ছুরা। ভর্তি পরীক্ষা না থাকায় ভাগ্যের উপরই নির্ভর করতে হবে ভর্তিচ্ছুদের।
বেসরকারি স্কুল ভর্তিতেও অনলাইনে আবেদন-লটারি: এতদিন বেসরকারি স্কুলগুলো নিজেদের মতো করে আলাদা ভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতো। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে গতবছর (২০২২ শিক্ষাবর্ষ) থেকে জেলা ও মহানগর পর্যায়ের বেসরকারি স্কুলের ভর্তি কার্যক্রমও অনলাইনের আওতায় আনা হয়েছে। সরকারি স্কুলের আদলে মাউশির অধীনেই বেসরকারি স্কুলের এ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এ তথ্য নিশ্চিত করে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন আজাদীকে বলেন, বেসরকারি স্কুলগুলোর ভর্তি কার্যক্রম এবার দ্বিতীয়বারের মতো মাউশির অধীনে অনলাইনে সম্পন্ন হচ্ছে। এখনো শতভাগ প্রতিষ্ঠানকে এর আওতায় আনা সম্ভব হয়নি। তবে আগামীতে সব বেসরকারি স্কুলকে বাধ্যতামূলক ভাবে এ অনলাইন ভর্তি কার্যক্রমের আওতায় আনা হবে এবং কেন্দ্রীয় ভাবে মাউশির অধীনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। মাউশির অধীনে অনলাইন ভর্তি কার্যক্রমে যুক্ত হওয়া কোন বেসরকারি স্কুল আলাদা করে ভর্তি ফরম বিক্রি করতে পারবেনা বলেও জানিয়েছেন মাউশির উপ-পরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন।
প্রসঙ্গত, সামপ্রতিক বছরগুলোতে লটারির মাধ্যমে কেবল প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হতো। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষের সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। গতবছরও (২০২২ শিক্ষাবর্ষে) এ ধারবাহিকতা বজায় ছিল। এবারও (২০২৩ শিক্ষাবর্ষে) লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ধারা অব্যাহত থাকছে। সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও একই প্রক্রিয়ায় (লটারির মাধ্যমে) শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের আলোকে সারা দেশে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি আয়োজন করা হবে। টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন, লটারি ও ফল প্রকাশ করবে মাউশি।

পূর্ববর্তী নিবন্ধরুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়লো, থানচিতে প্রত্যাহার
পরবর্তী নিবন্ধসনদ নেই, বিশেষজ্ঞ ডাক্তার!