সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ সুজনের

নগরীতে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ

| সোমবার , ৫ এপ্রিল, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নগরবাসীকে মাস্ক পরিধান করা এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার সকালে নগরীর প্রবেশমুখ শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকা ও ফিশারীঘাট এলাকায় মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণকালে তিনি এ অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে। করোনার বর্তমান স্ট্রেইন ৭০গুণ বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। প্রধানমন্ত্রী জীবন ও জীবিকাকে সমুন্নত রাখার মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য ইতিপূর্বে বেশ কিছু নির্দেশনা প্রদান করেছিলেন। আমরা বুঝে অথবা না বুঝে দিনের পর দিন এসব নির্দেশনাকে অমান্য করেছি। আমরা দেখেছি জনসাধারণের মাঝে একটা অসহিষ্ণু ভাব কাজ করেছে। হঠাৎ করেই আমরা কোন কিছু পরোয়া না করেই বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে নিজেই নিজের বিপদ সৃষ্টি করেছি। যার ফলে উদ্বেগজনকহারে করোনা সংক্রমণ বেড়ে গেছে। তাই এখনই যদি শক্ত হাতে এর নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সবাইকে এর খেসারত দিতে হবে। তিনি চট্টগ্রামের করোনা চিকিৎসায় সরকারি ও বেসরকারি হাসপাতালের আইসিইউ এবং সাধারণ শয্যার তথ্য একটি সেন্ট্রাল অ্যাপসের মাধ্যমে চিকিৎসা প্রার্থীদের নিকট জানানোর উদ্যোগ গ্রহণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বেসরকারি হাসপাতালগুলোকে গতবারের করোনা পরিস্থিতির মতো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি না খেলারও অনুরোধ জানান। তিনি যে কোন প্রয়োজনে ০১৭১৩-১১০৮৪৬ অথবা ০১৭৭২-৫০০৭০০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াছ, সদস্য সচিব মো. হোসেন, মোরশেদ আলম, মো. বাবলু, মঈনুল আলম জয় প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া ও চন্দনাইশে ১৫ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধপাহাড়কাটার দায়ে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা