সরকারি দায়িত্ব নিষ্ঠার সাথে যারা পালন করে তাদের স্থান মানুষের অন্তরে থাকে

ইউএনওর বিদায় সংবর্ধনায় ফজলে করিম এমপি

রাউজান প্রতিনিধি  | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

 

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের বিদায় সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, সরকারি কর্মকর্তাগণ সরকারের দেয়া দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে মানুষকে সেবা দিলে তারা যেখানে যাক না কেন মানুষের অন্তর জয় করে যাবে। তিনি বিদায়ী ইউএনওর প্রশংসা করে বলেন তার দায়িত্বপালনকালীন সময় সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়ন ও রাউজানবাসীর সেবায় নিরলস ভাবে কাজ করেছেন।

গতকাল সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বিদায়ী সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। পরিবার কল্যাণ কর্মকর্তা নিকসন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, এসি ল্যাণ্ড অতিশদর্শী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার আবু জাফর চৌধুরী।বক্তব্য রাখেন স্বপন দাশ গুপ্ত, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, অ্যাডভোকেট দিলিপ কুমার চৌধুরী, শওকত হাসান চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, আবদুর রহমান চৌধুরী, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবু উদ্দিন আরিফ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, রোকন উদ্দিন, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, ইউসুফ খান চৌধুরী প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধ১৫ উপজেলায় ক্যাপসুল খাবে ৮ লাখ ৪১ হাজার শিশু
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ আব্দুল বাতেন কলেজের ব্যাচ ’৭৮-এর পুনর্মিলনী