বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইনসহ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত ৭ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সংবিধানে পঞ্চম ও অষ্টম সংশোধনীর মাধ্যমে ’৭২ এর সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষত–বিক্ষত করা হয়েছে। যার ফলে এদেশে বসবাসরত হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ও আদিবাসীদের সম–অধিকার ও সমমর্যাদা ভূলন্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকাল–সন্ধ্যা গণঅনশন ও গনঅবস্থান কর্মসূচিতে তিনি এ কথাগুলো বলেন।
গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উত্তর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, মুক্তিযোদ্ধা প্রমোদ বড়ুয়া, ডা. তপন কান্তি দাশ, বিশ্বজিৎ পালিত, চসিক কাউন্সিলর নিলু নাগ, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।