সরকারি চাল সন্দেহে ৩০৩ বস্তা চাল জব্দ করার ঘটনায় কামরুল রানা নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোর রাতে বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাজাখালী আইডিয়াল স্কুল গলি থেকে ট্রাকসহ চালগুলো উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি প্রকল্পভুক্ত কর্মসূচির চাউল অবৈধভাবে বিক্রয় ও সংরক্ষণের উদ্দেশ্যে ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে আইডিয়াল স্কুল গলির শেষ মাথায় চালের বস্তাগুলো আনলোড করা হচ্ছিল।
এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০৩ বস্তা চাল জব্দ করি। পরে কামরুল রানাকে গ্রেপ্তার করা হয়।