সরকারি খরচে আইনি সহায়তা অসহায় বিচারপ্রার্থীর অধিকার

মামলা পরিচালনা শীর্ষক কর্মশালায় দায়রা জজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ জুলাই, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা বলেছেন, সরকার অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীর ন্যায় বিচার নিশ্চিতে ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস প্রতিষ্ঠা করেছে। গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার, শেখ হাসিনা সরকারের অঙ্গীকার। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে দেশব্যাপী সরকারি খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় বিচারপ্রার্থী জনগণের নাগরিক অধিকার।

গত মঙ্গলবার জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল কমিটি এবং চৌকি আদালত লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের মামলা পরিচালনা শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ ইব্রাহীম খলিলের সঞ্চালনায় উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির চট্টগ্রাম বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিল আফরোজ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী। কর্মশালায় সেশন পরিচালনা করেন যুগ্ম জেলা জজ মোহাম্মদ খাইরুল আমীন এবং অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান।

কর্মশালায় জেলা জজ বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চৌকি আদালতের প্যানেল আইনজীবীরা উক্ত কার্যক্রমে আন্তরিকভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। উক্ত কার্যক্রমে লিগ্যাল এইড প্যানেল ভুক্ত আইনজীবীদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করছি। আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্রয়োজন বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল