নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনীতে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নির্মিত ৬৮৪ ফ্ল্যাটের বহুতল ৯টি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার ৪৭২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা আবাসন প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোতাহের হোসেন, মো. মাহমুদুর রহমান হাবিব, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, প্রকল্প পরিচালক মুহাম্মদ আশিফ ইমরোজ, তত্ত্ববধায়ক প্রকৌশলী মোহাম্মদ কায়কোবাদ এবং নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনীতে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য ৬৮৪টি ফ্ল্যাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আধুনিক এসব ফ্ল্যাট নির্মাণে প্রকল্প মূল্য ধরা হয় ৪৮২ কোটি ৯৩ লাখ টাকা। প্রকল্পটি শেষ করতে ইতোমধ্যে ব্যয় হয়েছে ৪৭২ কোটি ২৩ লাখ টাকা। ৯ ভবনে সর্বমোট ৬৮৪টি ফ্ল্যাট রয়েছে। এরমধ্যে ২টি ২০ তলা ভবনে ৬৫০ বর্গফুটের ১৫২টি, ৩টি ভবনে ১ হাজার বর্গফুটের ২২৮টি এবং ৪টি ভবনে ৮৫০ বর্গফুটের ৩০৪টি ফ্ল্যাট রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।