সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ১৪ এপ্রিল, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার ও দোয়া মাহফিল গত ১২ এপ্রিল রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এসময় সমিতির পক্ষ থেকে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নন্দনকাননস্থ বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদন এতিমখানার জন্য ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মূল পর্বে স্বাধীনতার পূর্ব হতে অদ্যাবধি বিভিন্ন বর্ষের ছয় শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। এসময় সমিতির সভাপতি এম এ মালেক, সিনিয়র সহ সভাপতি লায়ন এম শামশুল হক, মোছলেম উদ্দিন আহমদ এমপিসহ সকল প্রবীণ, অসুস্থ ও প্রয়াত প্রাক্তন শিক্ষক-ছাত্র, কর্মকর্তা কর্মচারীদের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আহ্বায়ক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন আসিফের সঞ্চালনায় বক্তব্য দেন, আবুল হাসেম, কামাল উদ্দিন আহমেদ, এম আব্দুল আউয়াল, এনায়েত উল্লাহ খান, নুরুল আমীন খান, অধ্যাপক দিদারুল ইসলাম, অনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, হাফিজুর রহমান, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, দিলীপ কান্তি দাশ, আ ন ম ওয়াহিদ দুলাল, ফরিদুল আলম বাবু, রাশেদুল অমিন রাশেদ, হারুন ইউসুফ, নওশাদ আলম চৌধুরী, মাইনুল ইসলাম, আব্দুল মতিন চৌধুরী, শাহীন দিল নেওয়াজ খান সোয়েব, চৌধুরী শামীম মোস্তফা, আমান উল্লাহ আল কাদের, মহসিন আলী, কাউন্সিলর নাজমুল হক ডিউক, আব্দুল জব্বার, অ্যাড. মাহবুবুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ খালেদ, হুমায়ূন মোর্শেদ শাকিল, সৌরভ বড়য়া রয়েল, হামিদুর রহমান, মো. আবুল ফয়সাল চৌধুরী, রূপম পালিত, আনোয়ারুল আনিস কাঞ্চন, হারুনুর রশিদ রিয়াদ, ইয়াসির আরাফাত, তানভির আহমেদ রিংকু, এহতেশাম রিশতা প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কদম মোবারক জামে মসজিদের হাফেজ মৌলানা মনজুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রাথমিকে নিয়োগপরীক্ষা শুরু ২২ এপ্রিল