সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্যকরী সংসদ গঠিত

| মঙ্গলবার , ৩০ নভেম্বর, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

সরকারি কর্মাস কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষে গত ১৪ নভেম্বর দ্বিতীয় পর্বে নির্বাচনী সভা আজাদী ভবনে অনুষ্ঠিত হয়। আজীবন সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে সিনিয়র নেতৃবৃন্দের আলাপ আলোচনার মাধ্যমে আগামী ২০২২-২০২৪ সালের জন্য সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে এম এ মালেক, সিনিয়র সহ সভাপতি লায়ন এম শামশুল হক, সহ সভাপতি মোহাম্মদ আবুল হাশেম, নুরুল আমিন খান, অধ্যাপক দিলীপ কুমার দাশ, মো. আবু জাফর, মোহাম্মদ সোলায়মান খান, প্রফেসর আবু মো. রহিম উল্লাহ, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক (১) আ ন ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক (২) মো. রাশেদুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাসান মুরাদ বিপ্লব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, অর্থ সম্পাদক মো. হারুন ইউসুফ, দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ খালেদ, সহ দপ্তর সম্পাদক সৌরভ বড়ুয়া রয়েল, প্রচার সম্পাদক চৌধুরী শামীম মোস্তফা, সহ প্রচার সম্পাদক নাসরিন নাহার (রুনা), শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম রুবায়েত ফাহিম, সাহিত্য সম্পাদক সাইফুল আলম খান, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক ডিউক, প্রকাশনা সম্পাদক নওশাদ আলম চৌধুরী, সহ প্রকাশনা সম্পাদক গোপাল পাল, সমাজ কল্যাণ সম্পাদক জিয়া উদ্দিন আসিফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. মাহবুবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফরিদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ মো. মোর্শেদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদ হাসান খান জগলুল, মহিলা সম্পাদিকা রানু চক্রবতী, সহ মহিলা সম্পাদিকা বিলকিস বানু পলি, আপ্যায়ন সম্পাদক মোহছেন আলী মহসিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাখন লাল দাশ, সদস্য বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম চৌধুরী, সহ সদস্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ঢালী, পাঠাগার সম্পাদক মনোরঞ্জন সাহা, গণসংযোগ সম্পাদক রঞ্জন কান্তি দে, বিতর্ক বিষয়ক সম্পাদক এস এম এহতেশামুল ইসলাম রিশতা ও সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মফিজ উদ্দিন আহম্মেদ, মো. খায়রুল বশর, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ হাফিজুর রহমান, ছৈয়দ মফিজুর রহমান, হরির রশিদ পিন্টু, আবদুল মতিন চৌধুরী, মনজুর মোর্শেদ ফিরোজ, আমান উল্লাহ আল কাদের, মহিউদ্দিন আহমেদ, আবদুর রহিম আরসানী, মামুনুল হক চৌধুরী, শাহরিয়ার মাহমুদ খান, হামিদুর রহমান, মহিউদ্দিন আহমেদ চৌধুরী, আনোয়ারুল আনিস কাঞ্চন, রুপম পালিত, তানভির আহমদ রিংকু, শাহীন দিল নেওয়াজ খান, মো. আবুল ফয়সাল চৌধুরী, হুমায়ুন মোরশেদ সিদ্দিকী শকিল, মঈনউদ্দিন মাহমুদ চৌধুরী ও হারুনুর রশিদ রিয়াদ প্রমুখ। উল্লেখ্য, কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় আজীবন সদস্যদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সংসদ সদস্য অ্যাড. শাহাদাত হোসেন চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধমহানগর মৎস্যজীবী লীগের আলোচনা সভা