সরকারি কমার্স কলেজ এইচএসসি ৯৭ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠান

| সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ এইচএসসি ৯৭ ব্যাচের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। গত ৭ জানুয়ারি সকালে কলেজ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কলেজে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রাথমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর শাহেদুল কবির চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া বক্তব্য রাখেন। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে এক শোভাযাত্রা বের করা হয়।

সন্ধ্যায় হোটেল আগ্রাবাদের ইছামতি হলে বিভিন্ন শিল্পী ও ৯৭ ব্যাচের বন্ধুদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৯৭ ব্যাচের রজতজয়ন্তীতে সহপাঠী ও সতীর্থদের পেয়ে আনন্দ আয়োজনে মেতে ওঠে সকলে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইফতেখার সাইমুম বেঁচে থাকবে আমাদের মাঝেই
পরবর্তী নিবন্ধবান্দরবানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জঙ্গি গ্রেফতার