চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন সরকারি আলাওল কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক হাইকিং গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। হাইকিংয়ের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. সোলাইমান। গ্রুপ সম্পাদক স্কাউটার ফজিলাতুন্নিছা ডলির তত্ত্বাবধানে রোভাররা বশির উল্লাহ বাজার জিরো পয়েন্ট থেকে হাইকিং শুরু করে বাহারছড়া সমুদ্র সৈকত পয়েন্টে গিয়ে শেষ করে। পথিমধ্যে রোভাররা প্লাস্টিক টাইড টার্নার ব্যাজের উপর কাজ করে প্লাস্টিকের অপব্যাবহার,ব্যবহার কমানো এবং যত্রতত্র প্লাসটিক দ্রব্যাদি ফেলে পরিবেশ বিনষ্ট করা থেকে জনগণকে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপকুলীয় ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মুজিবুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপকুলীয় ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. জাকির হোসাইন, অধ্যাপক অসিম চৌধুরী, অধ্যাপক সন্জীব কুমার সেন, অধ্যাপক এনাম জামালি, অধ্যাপক তাহমিনা সুলতানা, অধ্যাপক শামিমা পারভিন প্রমুখ। হাইকিংয়ে ৩০ জন রোভার, গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।