জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এখন এদেশের দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য এক আলোকবর্তিকা স্বরূপ। স্বল্পতম সময়ের মধ্যে এটি সারা দেশে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের ব্যাপক প্রসার ঘটাতে সক্ষম হয়েছে। আইনি সহায়তা কার্যক্রমের এ অগ্রগতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি বিচারক ও আইনজীবীদের ব্যাপক ভূমিকা রয়েছে। বিশেষত জেলা কমিটির সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রম সরকারি আইন সহায়তা কার্যক্রমকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিতে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের এ ধারাবাহিকতা চলমান থাকবে।
গতকাল বুধবার বিকেলে জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ২য় মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা। ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার শাহনেওয়াজ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচারকদের মধ্যে বক্তব্য রাখেন মুরাদ–এ মাওলা সোহেল, কাজী সহিদুল ইসলাম, শামসুল আরেফীন, এস এম এন জামিউল হিকম, মোহাম্মদ খাইরুল আমীন, মো. সালাউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুদীপ্ত সরকার, মেট্রোপলিটন পুলিশের এডিসি প্রসিকিউশন নিশান চাকমা, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, সিনিয়র জেল সুপার মো. মঞ্জুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা পিপি এডভোকেট মো. মহসিন, এডভোকেট দিল আফরোজ প্রমুখ।
সভায় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাককে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা। প্রেস বিজ্ঞপ্তি।