সরকারি অস্ত্র লুটের ঘটনায় আনসার সদস্যের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সহকর্মীকে খুন করে সরকারি অস্ত্র লুটের ঘটনায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ জুলাই দীঘিনালা কবাখালী হেডম্যান পাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক-বিতণ্ডার এক পর্যায়ে আনসার সদস্য রফিকুল ইসলাম নিজের কাছে থাকা সরকারি অস্ত্র দিয়ে নায়েক আমির হোসেনকে গুলি করে। এরপর অস্ত্র ও গুলি নিয়ে ব্যারাক থেকে পালিয়ে যান তিনি। ঘটনার পরের দিন ল্যান্স নায়েক মো. আক্তার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধমন্দির এলাকায় ভাঙা রাস্তা দ্রুত সংস্কারের নির্দেশ সুজনের
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজে সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়