হাটহাজারীর সরকারহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বাজারের সফর আলী সড়ক সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। নিরাপত্তার জন্য কিছু সময় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখা হয়, যা জনদুর্ভোগের কারণ হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে সফর আলী সড়ক সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময় হাটহাজারী–নাজিরহাট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তার কারণে বাজার ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন।
সরকারহাট বাজার দোকানদার ব্যবসায়ী সমিতির কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক বিশ লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।












