সরকারহাট ঘিরে দেড় কিমি সড়কে যানজট

পশু বিক্রি জমজমাট

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৭ জুলাই, ২০২১ at ৬:৪২ পূর্বাহ্ণ

আনোয়ারার পিএবি সড়কের সরকার হাটটি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাটের তকমা পেয়েছে অনেক আগেই। কোরবানির ঈদ এলে আশপাশের উপজেলাগুলো তো বটেই নগরীর বিভিন্ন এলাকা থেকেও মানুষ পছন্দের পশু কিনতে ভিড় করেন এই হাটে। গতকাল শুক্রবার নির্ধারিত হাটের দিনে এখানে দেড় কিলোমিটারেরও বেশি সড়কজুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। এতে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল অ্যাম্বুলেন্সও। ছিল সাধারণ যাত্রীদের দুর্ভোগও।
সরেজমিনে দেখা যায়, গতকাল শুক্রবার সরকার হাটের নির্ধারিত হাটের দিনে গবাদিপশুর বেচাকেনা ছিল জমজমাট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতার উপস্থিতিও ছিল বেশি। উল্লেখযোগ্য সংখ্যক পশুর উপস্থিতি ও ক্রেতার ভিড়ে দুপুরের মধ্যেই হাটের বিস্তৃতি ঘটে মূল সড়ক পর্যন্ত। মূল সড়কে গরু মহিষ উঠানামা, নগরী থেকে যাওয়া যাত্রীদের ব্যক্তিগত গাড়ির চাপে পিএবি সড়কে যান চলাচল একরকম বন্ধ হয়ে যায়। এ সময় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা থেকে তৈলারদ্বীপ সেতুর ওপার পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে দুপুর থেকে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. দিদারুল ইসলাম জানান, আনোয়ারার বিভিন্ন সড়কে যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান, কোরবানির গরু বাজারকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধআপন মহিমায় পাহাড়ের প্রকৃতি
পরবর্তী নিবন্ধওয়ান ইলেভেনের ‘ষড়যন্ত্র’ দুঃস্বপ্নে পরিণত হবে : ওবায়দুল কাদের