সরকারকে দ্রুত উদ্যোগী হওয়া পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের

| রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যে দ্রুতই ট্রাম্পের শুল্ক কমাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার পরামর্শ এসেছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের তরফে। গতকাল শনিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও ঢাকা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে বৈঠকে এ আহ্বান জানিয়েছেন তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। খবর বিডিনিউজের।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান সংবাদমাধ্যমকে বলেন, আমরা তুলে ধরেছি যে আমরা ভেবেছিলাম, চীনের ওপর ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করায় দেশে বিনিয়োগ বাড়বে। এখন আমাদের ওপরও শুল্ক বসিয়েছে। আমরা বলেছি, এত শুল্ক থাকলে আমাদের দেশে বিনিয়োগ আসবে না। দ্রুতই সরকারের তরফে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বলে ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এহসান তুলে ধরেন।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্র বড় অঙ্কের সম্পূরক শুল্ক বসানোর প্রেক্ষাপটে ব্যবসায়ীদের উদ্বেগের মধ্যে এ বৈঠকটি হয়; ব্যবসায়ীদের ভাবনাগুলো পরে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার কথা রয়েছে।

বিডার বৈঠকে ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণআরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এঙপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।

অর্থনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। তিনি বলেন, আমরা বলেছি, সরকারকে দ্রুতই একটা ইতিবাচক বার্তা দিতে। আমরা কিছু পরামর্শও দিয়েছি কীভাবে দ্রুত এসব পদক্ষেপ নেওয়া যায়। আমরা ভিয়েতনাম ও কম্বোডিয়াকে দেখেছি কীভাবে তড়িৎ পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানির ক্ষেত্রে শূন্য আমদানি করে দিয়েছে। ফোনে ভিয়েতনামের শীর্ষ নেতা ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। চিঠি দিয়েছেন, আমরা দেখেছি।

শুধু যুক্তরাষ্ট্রের জন্য শুল্ক শূন্য করা সম্ভব নয় তুলে ধরে তিনি বলেন, তবে এমন বড় কী সিদ্ধান্ত, কীভাবে নেওয়া যায় আমরা তা বলেছি। আশা করছি প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের মাধ্যমে দ্রুত বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা উপেক্ষা, মহাসড়কে তিন চাকার যান চলছেই
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদী নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি : প্রেস সচিব