রাউজান প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক ও চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমানের শ্বশুর সরওয়ার উদ্দিন আহমেদের নামাযে জানাজা গতকাল রবিবার সকাল ১১টায় রাউজানের সিকদারঘাটা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। এদিকে সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












