চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিংয়ের দায়ের করা আবেদন প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আগের দেওয়া স্থগিতাদেশও তুলে নিয়েছেন চেম্বার জজ আদালত। গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে চেম্বার জজ মো. রেজাউল হক এ আদেশ দেন। একই সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের দায়ের করা আরও দুটি সিভিল পিটিশনে নো অর্ডার দিয়েছেন চেম্বার জজ। খবর বাংলানিউজের।
আদালত সূত্রে জানা গেছে, চেম্বার জজ আদালতে সরওয়ার আলমগীরের প্রতিষ্ঠান এনএফজেড টেরি টেঙটাইল লিমিটেডের বিরুদ্ধে সিভিল পিটিশন (৩৫/২০২৬) দাখিল করলে শুনানি শেষে আদালত প্রিমিয়ার লিজিং এবং এনএফজেড টেরি টেঙটাইল লিমিটেডের মামলাটি খারিজ করে দেন।
আদালত সূত্র জানিয়েছে, গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার লিজিং লিমিটেডের আপিলের পরিপ্রেক্ষিতে এই মামলায় বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের নেওয়া পূর্বের স্থিতি আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন চেম্বার জজ। এ কারণে ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। যদিও একই দিন জামায়াতের প্রার্থী নুরুল আমিনের করা আপিল প্রথম দফায় নামঞ্জুর করে ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখেছিল নির্বাচন কমিশন।
আদালতে সরওয়ার আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লিমিটেডের আইনজীবী মলয় কুমার রায় জানান, সরওয়ার আলমগীর ও প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়। তিনি ঋণ পুনঃতফসিলের জন্য ২০ লাখ টাকা জমাও দিয়েছিলেন। কিন্তু উচ্চ আদালত থেকে স্থিতি আদেশ নেওয়ার কারণে পুনঃতফসিল প্রক্রিয়া স্থিমিত হয়ে যায়।
বর্তমানে তিনি প্রিমিয়ার লিজিংয়ের চাহিত অর্থ পরিশোধ করেছেন। ফলে বোর্ড মিটিংয়ের অনুমোদনক্রমে প্রিমিয়ার লিজিংয়ের পক্ষ থেকে পূর্বের পিটিশনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে এনএফজেড টেরি টেঙটাইলের মালিকানাধীন ঋণ নিয়মিত এবং সিআইবি স্ট্যাটাস হালনাগাদ রয়েছে।
অপরদিকে জামায়াত প্রার্থী অধ্যাপক নুরুল আমিনের বৃহস্পতিবার দায়ের করা আরও দুটি সিভিল পিটিশনে নো অর্ডার দিয়ে রিলিজ করেছেন চেম্বার জজ।
ফটিকছড়ি আসনে (চট্টগ্রাম–২) বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর নিজের মনোনয়নের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট করেছেন। মঙ্গলবার এক দফা শুনানি হয়। আগামী রোববার পুনরায় শুনানি শেষে আদেশ দেবেন আদালত।












