সরওয়ার জামাল নিজামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

আনোয়ারাকর্ণফুলী (চট্টগ্রাম১৩) আসনের তিনবারের বারের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাটে ৬ নম্বর বারখাইন ইউনিয়ন ও ৭, , ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বারখাইন ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, বারখাইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বারখাইন ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি সামশুল আলম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল কবির, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন, যুবদল নেতা মো. ইমরানুল করিম চৌধুরী, ছাত্রনেতাদের মাঝে ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুমন আহমেদ, সহসভাপতি জানে আলম, গোলাম মোহাম্মদ, জামাল উদ্দিন, মো. শহিদ, মো. ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশের আগে আয়োজিত প্রতিবাদ মিছিল পিএবি সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বক্তারা সাবেক এমপি ও বিএনপির নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের ও দাবি জানান। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এহসান খানের মায়ের জানাজা শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ ১৭ বছর পর মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করেছে
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে সুপ্রিম কোর্ট সচিবালয় : প্রধান বিচারপতি