সয়াবিন তেল মজুদ করে বেশি দামে বিক্রি, জরিমানা

মোমিন রোড ও রহমতগঞ্জে অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

নগরীর মোমিন রোড ও রহমতগঞ্জ এলাকায় সয়াবিন তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা, খাদ্যপণ্যে অনুমোদনহীন রঙ ব্যবহারসহ নানা অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ।

অভিযানে রহমানগঞ্জ এলাকার স্বপন স্টোরে ভোজ্য তেলের সংকট দেখিয়ে বাসায় তেল মজুদ করা এবং মূল্য মুছে অধিক মূল্যে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মোমিন রোডের মেসার্স শরীফ স্টোরে সয়াবিন তেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুদ করা এবং অধিক মূল্যে বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স ঝাল বিতান নামের একটি প্রতিষ্ঠানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হক স্টোরে অপরিচ্ছন্ন পরিবেশ, রান্নায় শিল্প লবণের ব্যবহার এবং ক্ষতিকর দ্রব্যের সংমিশ্রণে খাদ্য তৈরি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ওলামা লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিন বিএনপি নেতা গ্রেপ্তার