চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা বাজারে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
রবিবার (৯ মার্চ) পরিচালিত এই অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সন্দীপ স্টোর (প্রকাশ মাইনুদ্দিন) এবং আকবরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, ভোক্তাদের কাছ থেকে অধিক মূল্যে সুপার তেল বিক্রি করা এবং বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে গুদামজাত করার অপরাধে মেসার্স আমির স্টোর (প্রকাশ আমির হোসেন) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে মেসার্স নয়ন ট্রেডার্স (প্রকাশ বাবলু) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় বাজারের অন্যান্য মাংস, সবজি, মাছ বিক্রেতা ও মুদি দোকানিদের ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।