সয়াবিনের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে বিক্রি ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউরি এলাকায় সয়াবিনের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি দামে বিক্রি এবং মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান।

অভিযানে সয়াবিনের সংকট সৃষ্টি করে বাড়তি দামে বিক্রির দামে সাদিয়া ডিপার্টমেন্টকে ৬ হাজার, মেসার্স জীবন গ্রোসারিকে ৮ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখার দায়ে ৪ মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা করে ২০ জরিমানা করা হয়।

এ ব্যাপারে ফয়েজ উল্ল্যাহ বলেন, রমজানের আগে যাতে কেউ নিত্যপণ্যের বাজারে কারসাজি করতে না পারে সে জন্য আমরা অভিযান পরিচালনা করেছি। ভোক্তাদের সাথে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধগ্রেপ্তার এড়াতে ৩ বছর আত্মগোপন, ৫ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ডিলারের বিরুদ্ধে ওজনে সার কম দেওয়ার অভিযোগ