সময় পিছিয়ে এশিয়া কাপের সূচিতে বদল

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:২৬ অপরাহ্ণ

একটি ছাড়া এশিয়া কাপের বাকি ম্যাচগুলোর সূচিতে পরিবর্তন এনেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচগুলোর শুরুর সময়। পূর্বের সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল ওই ম্যাচগুলো। নতুন সূচিতে এখন সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। আগামী ১৫ সেপ্টেম্বরের প্রথম ম্যাচটি আগের মতোই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়; আবুধাবিতে ওমানের মুখোমুখি হবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার এবারের আসরে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে এশিয়া কাপে পথচলা শুরু করবে বাংলাদেশ। একদিন পর লঙ্কানদের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানরা। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। এবারও একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানকে। আগামী ১৪ সেপ্টেম্বর তাদের হাইভোল্টেজ লড়াইটি হবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল ওমান ও আরব আমিরাত। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে, আগামী ২৮ সেপ্টেম্বর।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুর, ফেনী, কুমিল্লা ও বান্দরবানের জয়
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের সমাবর্তন