সময় থাকতে নিরপেক্ষ নির্বাচন দিয়ে মুক্তির পথ খুঁজুন

খাগড়াছড়িতে খসরু

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিথ্যা ও অবৈধ ক্ষমতায় বেশি দিন দীর্ঘস্থায়ী হওয়া যাবে না। তাই সময় থাকতে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করে মুক্তির জন্য পথ খোঁজার অনুরোধ জানান তিনি।

গতকাল খাগড়াছড়ির কলাবাগানে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখলকারী লুটেরা দল। তারা অর্থ পাচার করে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। নিরপেক্ষ নির্বাচনে তারা জনগণকে ভয় পায় বলেই অবৈধভাবে ক্ষমতা দখল করে লুটপাটের রাজনীতি করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহসভাপতি আবু ইউছুপ চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজ ও খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের মো. নজরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে