সময়কে ফ্রেমে আটকে রাখতে
আমরা তাকে নাম দিই– দিন, মাস, বছর।
স্মৃতির পেছনে দৌড়ানোর তৃষ্ণা নিয়ে
ধরি মুহূর্ত– ক্যামেরার ক্লিকে, চোখের পলকে।
নির্বাক সে,
তবু প্রতিটি ক্যালেন্ডারে আমরা শুনি তার কণ্ঠ।
কবি বাঁধে সময় ছন্দের শিকলে,
শিল্পী রাঙায় ক্যানভাসে তার চলার রেখা,
গায়ক গলায় বেঁধে রাখে তার অনুরণন,
ইতিহাস লেখে তার নীরব কাব্য।
আর প্রেমিক–
একটি চিঠিতে লুকিয়ে রাখে সময়ের স্পর্শ।
কিন্তু সময় ধরা দেয় না সহজে,
প্রতিটি ছুঁয়ে–দেওয়া মুহূর্তেই ফসকে যায়,
মানুষ সময় ধরতে ধরতে
আপনিই হারিয়ে ফেলে নিজেকে অতীতে।
মানুষ– সময়ের এক ক্ষণিক অতিথি,
অতিথি হয়তো বিদায় নেয়,
কিন্তু সময় রেখে দেয় তার ছায়া
সৃষ্টির গভীরে, শব্দে, রঙে ও নিঃশব্দ প্রতিধ্বনিতে।
সময়কে কেউ থামাতে পারে না,
তবু মানুষ চায় তাকে ছুঁতে, বাঁধতে, বুঝতে–
কবিতা, গান, কিংবা একটুখানি ভালোবাসার মধ্যে
অমর করে রাখতে তার ক্ষণস্থায়ী পদচারণ ।