চান্দগাঁও থানা যুবদলের মতবিনিময় সভায় মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম– ৮ আসনের ধানের শীষ প্রার্থী এরশাদ উল্লাহ বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছি। এই সংগ্রামে ছাত্রদল, যুবদলসহ আমাদের তরুণ প্রজন্ম অনেক ত্যাগ শিকার করেছে। এখন সময় এসেছে দেশকে গণতন্ত্রের নতুন যাত্রায় এগিয়ে নেয়ার। জুলুম, অত্যাচার ও দখলবাজের পরিবর্তে একটি নিয়মতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে যুবদলকে আগামীতে ইস্পাত কঠিন ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল বুধবার চান্দগাঁও থানা যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গুলজার হোসেনের সভাপতিত্বে সভা মোর্শেদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন মোশাররফ হোসেন দিপ্তী। বিশেষ বক্তা ছিলেন, মো. শাহেদ। বিশেষ অতিথি ছিলেন, মোশারফ হোসেন, দীপংকর ভট্টাচার্য, জমির আহমেদ মানিক, শাহেদুল ইসলাম, সাইদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












