সময় অসুস্থ হলে

মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

চোখেমুখে এখন কিছু অবিশ্বাস্য

এক অদ্ভুত জীবন রহস্য;

অসুস্থ মনা একটা সময়ের ভেতর

কেমন জানি করছে শুধু নড়চড়!

মানুষ অসুস্থ হলেতবু; চলে।

কিন্তু সময় অসুস্থ হলে

সেই অদ্ভুত ভুলের চড়া মাশুলে

সবখানে তার একটা বিরূপ প্রভাব ফেলে!

পূর্ববর্তী নিবন্ধআশার সুর
পরবর্তী নিবন্ধমাঠ পরেছে রোদের নূপুর