সময়টা এখন বড়ই প্রতিকূলে বইছে, তার সাথে এক হয়ে বইছে মানুষের মন। সব কাছের মানুষগুলোও যেন কেমন হয়ে গেছে, সবার আচরণগুলো কেমন যেন! সময়; তুমি যে আমায় করেছো বড় অবহেলা, করেছো অপমান, অসম্মান। সবাই যে একা করে দূরে চলে গেলো। তাইতো পথহারা পাখির মতো একলা বসে সেই দূর দিগন্তের দিকে তাকিয়ে থাকি! ইচ্ছে করে অনেক অনেক দূরে, কোনো গহীন অরণ্যে সবুজ প্রকৃতির সাথে বন্ধুত্ব করি। এত ভুল বুঝাবুঝি, এত অগ্লানি, অশ্রদ্ধা। মানুষের মনের কোমল ভালোবাসার অনুভূতিগুলো যেন হারিয়ে গিয়েছে ইট পাথরের দেওয়ালের ভেতর। ইচ্ছে করে চলে যাই প্রকৃতির সেই বিশালতায়; যেখানে নেই কোনো অহংকার, স্বার্থপরতা নেই কোনো ভুল বুঝাবুঝি– সময়; তুমি কি বিপরীতেই থাকবে? নাকি ফিরে আসবে অনুকূলে! একদিন হয়তো সবার অজান্তেই সবার কাছ থেকে চলে যাবো অনেক দূরে। সময়; আমি আছি যে তোমারই অপেক্ষায়।












