সময়ের ভাবনা

হ্যাপী বড়ুয়া | বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

মানুষের মন বড় বিচিত্র। সময়ের সাথে সাথে এর গতিপ্রকৃতির পরিবর্তন, আবেগের পরিবর্তন চাহিদার পরিবর্তন এক অবশ্যম্ভাবী বিষয়। একটা সময় যাকে ভেবে ভেবে দিন রাত কাটতো, পরবর্তীতে তার নামও হয়তো মনে পড়ে না। যাকে ছাড়া মনে হতো জীবন অর্থহীন, তাকে ছাড়াই কিন্তু জীবন দিব্যি কেটে যায়। যে কষ্টে জীবন ত্যাগ করতে ইচ্ছে হয়েছিল, সে কষ্টও সময়ের সাথে ক্ষীণ হয়ে আসে, জীবনকে আবার নতুন করে ভালবাসতে চায় মন। টিনএজ বয়সের হঠাৎ মন কেমন করে ওঠা আবেগকে, পরিণত বয়সে মনে হয় পাগলামি! কখনো কখনো জীবন এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে সামনে এসে দাঁড়ায়। জীবন কী, তা বুঝতে বুঝতেই কেটে যায় একটা গোটা জীবন। শৈশব, যৌবন পার হয়ে হয়ে বার্ধক্যে পৌঁছতে পৌঁছতে বহুবার বদলে যায় তার ভাবনারা। সহজ সরল জীবন সময়ের সাথে সাথে জটিল হতে থাকে, দিনে দিনে সে দেখতে থাকে বিশ্বাসের ভাঙন, সম্পর্কের ভাঙন, মনের ভাঙন, স্বপ্নের ভাঙন। তার পরেও মেনে নিতে আর মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যায় মানুষ, শুধু শান্তি পাবার আশায়। জীবন কিন্তু থেমে থাকে না কোনো ভাবেই! চলতে থাকে নিজের নিয়মে। তোলপাড় করা জীবনসমুদ্রে কেউ কেউ তাল সামলাতে না পেরে হারিয়ে যায়, আর যারা সামলাতে পারে, তারাই থেকে যায়, হয়তো বিজয়ীর বেশে, অথবা আপোষে বা মুখোশের আড়ালে!

পূর্ববর্তী নিবন্ধহলদে হেমন্ত
পরবর্তী নিবন্ধরবীন ঘোষ : কেউ থাকে না আমার কান্নায়