সম্রাটের কামড়ে আহত নদী জীবন শঙ্কায়

বঙ্গবন্ধু সাফারি পার্ক

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিপরীত লিঙ্গের সিংহ রয়েছে দুই জোড়া। তম্মধ্যে সম্রাট ও নদী দম্পতির মধ্যে কলহ শুরু হয় গত ২ ফেব্রুয়ারি। নির্দিষ্ট বেষ্টনিতে থাকাবস্থায় ওইদিন তারা মারামারিতে (কামড়াকামড়ি) লিপ্ত হলে উভয়েই আঘাতপ্রাপ্ত হয়। তবে বেশি চোট পায় পুরুষ সিংহ সম্রাট। তখন পার্কের বন্যপ্রাণি হাসপাতালে আলাদা করে রেখে চিকিৎসাসেবা দেওয়া হলে সুস্থ হয়ে উঠে উভয়েই। কিন্তু ১৭ দিনের মাথায় এই দম্পতি বেষ্টনিতে সঙ্গ নিরোধকালে (সেক্সুয়াল মিট) প্রচণ্ড মারামারিতে লিপ্ত হয় ফের। এতে স্ত্রী সিংহ নদীর গলার নিচে গভীর জখম হয়। তা থেকে অনবরত ঝরতে থাকে পানি। চিকিৎসার পর সম্রাট পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও অবস্থার অবনতি হতে থাকে নদীর।
এই অবস্থায় পার্ক কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম চৌধুরী নদীর চিকিৎসায় পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেন। কমিটিতে ভেটেরিনারি ও অ্যানিমেল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান ডা. বিবেক চন্দ্র সূত্রধরকে প্রধান করা হয়।
নদীর চিকিৎসার ব্যাপারে প্রফেসর ডা. বিবেক চন্দ্র সূত্রধর দৈনিক আজাদীকে জানান, মেডিকেল বোর্ড গঠন করে দফায় দফায় চিকিৎসা প্রদানের পরও খাবার গ্রহণ একেবারেই কমিয়ে দেয় নদী। অনবরত মুখ থেকে লালা বের হতে থাকে তার। এতদিন একটু একটু খাবার গ্রহণ করলেও সর্বশেষ ২৭ মার্চ থেকে খাবার খাওয়া একেবারেই বন্ধ। তখন থেকেই সিংহটি জিহ্বা বের করে রাখে এবং মুখ থেকে লালা ঝরার পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আরো দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ডের অন্য সদস্যরাও ব্যাপক চিকিৎসা কার্যক্রম চালু রাখলেও অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম জানান, সঙ্গ নিরোধকালে মারামারিতে লিপ্ত হয়ে বেশি আঘাতপ্রাপ্ত হওয়া সিংহ নদীর উন্নত চিকিৎসায় ইতোমধ্যে দুইবার মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী নদীকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। একই সাথে ২৮ মার্চ সিরাম ও রক্তের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়। পরবর্তীতে ১২ এপ্রিল ল্যাবের পরীক্ষার ফলাফল এবং মেডিকেল বোর্ডের মতে সিংহ নদীর শরীরে ভাইরাল ইনফেকশন হয়েছে। পার্ক কর্মকর্তা আরো জানান, নদীর বর্তমান অবস্থা একেবারেই ভালো নয়। যেকোনো মুহূর্তে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে সে। তাই ধরা পড়া ভাইরাসের ব্যাপারে আরো বেশি নিশ্চিত হতে ফের পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, নদীসহ বর্তমানে পার্কে দুটি করে বিপরীত লিঙ্গের সিংহ রয়েছে। তদ্মধ্যে পুরুষ সিংহ দুটি হল ৮ বছরের সম্রাট ও ১৩ বছরের রাসেল। অপরদিকে স্ত্রী লিঙ্গের সিংহ রয়েছে ৮ বছরের টুম্পা ও ১১ বছরের নদী। এর আগে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি পুরুষ সিংহ সোহেল মারা যায় হাসপাতালে। সোহেল মারা যাওয়ার তিনমাস আগ পর্যন্ত দাম্পত্যজীবন গড়ে তুলেছিল নদীর সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষ, নিহত ২
পরবর্তী নিবন্ধআকুতিতেও মন গলেনি ঘাতকদের